দেশ বিভাগে ফিরে যান

দ্বিতীয় ইনিংসের প্রথম ভাষণেই নজর কেড়ে নিয়েছেন ঋতব্রত, প্রশংসা করলেন জয়রাম রমেশ

December 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন আমলা জহর সরকার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর তৃণমূল নেতা ঋতব্রতর নাম ঘোষণা করে তৃণমূল৷ সোমবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নেন তিনি৷ আর মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে অংশগ্রহণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে বিজেপিকে নিশানা করেছিলেন তিনি।

বুধবার সংসদ চত্বরে ঋতব্রতর ভাষণের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। মঙ্গলবার সংবিধানের ৭৫তম বর্ষপূর্তির বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন ঋতব্রত। সেখানেই কবিগুরুকে আঁকড়ে ধরে বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের বিভাজনকামী নীতির কড়া সমালোচনা করেন তিনি। রাজ্যসভা সাংসদ বলেন, “১৯১১ সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে একটি কবিতা পাঠ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি এই গানেরই প্রথম স্তবককে জাতীয় সংগীতের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এই গানের আরও চারটি স্তবক আছে। যা আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে ভারতের আসল ছবি তুলে ধরে।”

এই কথা বলে একে একে জনগণমন অধিনায়কের বাকি চারটি স্তবক পাঠ করেন ও ইংরেজিতে তার অনুবাদ করেন ঋতব্রত। তৃণমূল সাংসদের এমন ভাষণেই মুগ্ধ কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। মঙ্গলবার ভাষণ শেষ হওয়ার পরে বুধবার ঋতব্রতর সঙ্গে দেখা করেন তিনি। সংসদ চত্বরে তৃণমূল সাংসদকে দেখে এগিয়ে এসে হাতে হাত মেলান। দ্বিতীয়বার সাংসদ হওয়ার ঋতব্রতর প্রথম ভাষণের ভূয়সী প্রশংসা করেন কংগ্রেস নেতা। বলেন, “তুমি আমাকে হতাশ করোনি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #RITABRATA BANERJEE, #Jairam Ramesh

আরো দেখুন