আন্দোলনরত কৃষকদের জেলবন্দি করে খুনের চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা দিচ্ছে যোগীরাজ্যের পুলিশ
December 21, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একদিকে যখন হরিয়ানা সরকারকে কাঠগড়ায় তুলে পাঞ্জাব-হরিয়ানা সীমানার আন্দোলনকারী কৃষকরা জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তখন আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ সরকারকে দুষে একইভাবে বিরোধিতার সুর চড়াচ্ছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। উত্তরপ্রদেশের ক্ষেত্রেও একইভাবে নেওয়া হচ্ছে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি। মাসখানেক আগে দিল্লি চলো অভিযান কর্মসূচিতে শামিল হয়েছিলেন উত্তরপ্রদেশের কৃষকদের একটি বড় অংশ। কিন্তু দিল্লি-নয়ডা সীমানার কাছে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসন তাঁদের আটকে দেয়।
অভিযোগ, কার্যত বিনা বিচারে আন্দোলনকারী কৃষকদের ১৮ দিন জেলবন্দি করে রেখেছে যোগীরাজ্যের পুলিশ। শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন করার জন্য তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছে।