লোকসানে চলছে কলকাতা মেট্রো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার রাজ্যসভায় জানান, শেষ তিন অর্থবর্ষে কলকাতা মেট্রো এক হাজার ৩৭৬ কোটি টাকা লোকসান করেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার মেট্রো পরিচালনায় প্রতি বছর যে অর্থ বরাদ্দ করে তার কয়েকগুণ বেশি টাকা খরচ হয়েছে যাত্রী পরিষেবা দিতে।
এদিন সংসদের উচ্চকক্ষে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে এই হতাশা ব্যক্ত করেন রেলমন্ত্রী। পরিসংখ্যান পেশ করে তিনি বলেন, ২০২১-’২২, ২০২২-’২৩ এবং ২০২৩-’২৪ অর্থবর্ষে নিট লোকসানের পরিমাণ যথাক্রমে ৪৮৭ কোটি, ৪২৪ কোটি ও ৪৬৫ কোটি। একইসঙ্গে বৃহত্তর কলকাতায় নয়া মেট্রো লাইন চালুর লক্ষ্যে শেষ ১০ বছরে ভারত সরকার ২৩ হাজার কোটি টাকার বেশি টাকা খরচ করেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
এ প্রসঙ্গে মেট্রো ভবনের এক শীর্ষকর্তা বলেন, কিছু ‘অদক্ষ’ অফিসারের সৌজন্যে দেশের প্রথম মেট্রো রেলের এই হাল। সরকারি ‘অর্থ নয়ছয়’ করার অন্যতম পীঠস্থান হয়ে উঠেছে এই সংস্থা। কর্মাশিয়াল ও জনসংযোগ বিভাগের একাধিক কর্মী-অফিসারের কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি সংশ্লিষ্ট দুই বিভাগে দীর্ঘদিন উচু পদে থাকা এক অফিসারকে শাস্তিমূলক বদলি করে দক্ষিণ ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অক্টোবর মাসে মেট্রোর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলেও ওই কর্তার দাবি। জানা গিয়েছে, নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার পাইয়ে দেওয়া। মেট্রোর নাম ব্যবহার করে টাকা তোলার মত গুরুতর অভিযোগও জমা পড়েছে রেলমন্ত্রীর অফিসে।