রাজ্য বিভাগে ফিরে যান

ইউনিফায়েড পুলিশ পোর্টালে এবার থেকে অপরাধীদের আঙুলের ছাপও সংরক্ষিত থাকবে

December 23, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: Vajiram and Ravi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আধুনিক যুগে তদন্তের সুবিধার্থে প্রয়োজন প্রযুক্তি। দেশজুড়ে ইউনিফায়েড পুলিশ পোর্টাল শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। নাম দেওয়া হয়েছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম বা সিসিটিএনএস। তাতে ১০ লক্ষ অভিযুক্ত ও অপরাধীর মুখের ছবি রয়েছে। ছবির সঙ্গে অপরাধী ও দাগি আসামিদের ১০ আঙুলের ছাপও ডেটাবেসে সংরক্ষণ করতে উদ্যোগী হয়েছে মন্ত্রক। সব রাজ্যের পুলিশের কাছে স্থানীয় অপরাধীদের ফিঙ্গারপ্রিন্টের ডেটাবেসে সিসিটিএনএসের পোর্টালে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে সমস্ত রাজ্যকে কাজ শেষ করতে হবে।

২০২৩ সাল থেকে সিসিটিএনএস পোর্টালে তথ্য আপলোডের কাজ শুরু হয়েছে বাংলায়। গতবছর কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত থানায় চলেছে বিশেষ মহড়া। কীভাবে জেনারেল ডায়েরি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, পুরনো ধৃত অপরাধীদের ছবি, নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য আপলোড করতে হবে তা নিয়ে কর্মশালা হয়। কাজ করতে গিয়ে বেশকিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন দেশের বিভিন্ন জেলার পুলিশ। ভিন রাজ্যের কোনও অপরাধী কোনও ক্রাইমে যুক্ত হলে তাকে ধরতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। অপরাধের পর ভিন রাজ্যে পালিয়ে গিয়ে নিজেদের হুলিয়া বদলে ফেলছে অপরাধী ও অভিযুক্তরা। কোনও ক্ষেত্রে সরকারি নথি বদলে যাচ্ছে। আবার কোনও ক্ষেত্রে দাড়ি, গোঁফ বাড়িয়ে বা কামিয়ে সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হওয়া অপরাধী ভ্যানিশ হয়ে যাচ্ছে।

সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশজুড়ে যেকোনও থানায় যে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হবে, তার ফিঙ্গারপ্রিন্ট ও ছবি আপলোড করতে হবে পোর্টালে, যাতে পরবর্তীকালে কোনও অপরাধ করলেই অভিযুক্তের ছবি বা ফিঙ্গারপ্রিন্ট নিমেষে চিহ্নিত করতে পারেন তদন্তকারীরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সূত্রের খবর, দেশের সব রাজ্যে প্রশিক্ষণ চলছে। গোটা দেশের ৭৪ শতাংশ অপরাধ ও অপরাধীদের তথ্য ইতিমধ্যেই এই পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#criminals, #fingerprint, #unified police portal, #Home Ministry

আরো দেখুন