রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি নিয়ম সঠিকভাবে জানা না থাকায় সুন্দরবনের জঙ্গল না ঘুরেই ফিরতে হচ্ছে বহু পর্যটককে

December 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিদিন ১২০টি বোট (নৌকা) সুন্দরবনের জঙ্গলে ভ্রমণ করতে পারবে। এই অনুমতি দেয় সুন্দরবন টাইগার রিজার্ভ। এই নিয়ম অনেকেরই জানা নেই। শীতে প্রচুর মানুষ সুন্দরবন আসেন দিনভর লঞ্চে জঙ্গল, নদী, খাঁড়ি ইত্যাদি ঘুরে দেখবেন বলে। কিন্তু সরকারি নিয়ম সঠিকভাবে জানা না থাকায় তাঁদের আশাপূরণ হয় না। হতাশ হয়েই ফিরতে হয় তাঁদের।

জানা গিয়েছে, বছরের শেষ সপ্তাহে বোটের বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে নতুন করে আর অনুমতি মিলবে না। যাঁরা বুকিং ছাড়া আসবেন, তাঁদের সুন্দরবন ঘুরে দেখা হবে না। তবে বোট ও লঞ্চ সংগঠন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের কাছে দৈনিক বোটের অনুমতির সংখ্যা বাড়ানোর আবেদন করেছে। গদখালি বা সোনাখালি ঘাটে এখন সকাল থেকেই পর্যটকদের ভিড়। এক শ্রেণির পর্যটকের মুখে হাসি। কারণ অনুমতি থাকার সুবাদে তাঁরা রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির ইত্যাদি দেখতে দেখতে ঘুরছেন।

আর যাঁরা অনুমতি নেননি, তাঁদের ফিরতে হচ্ছে মুখ শুকনো করে। বোট মালিকদের হাজার অনুরোধ করেও কোনও লাভ হচ্ছে না। অনেকের প্রশ্ন, বোটের সংখ্যা বৃদ্ধি করা কেন যাচ্ছে না? সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন এর উত্তরে বলেন, ‘ব্যাঘ্র সংরক্ষণ পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত নৌকা বা লঞ্চকে একদিনে জঙ্গলে ঢোকার অনুমতি দেওয়ার সংস্থান নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #sundarbans, #tourists, #Boat Booking

আরো দেখুন