দলের মেদ বেড়েছে, শুভেন্দু কী বলে খোঁচা দিলীপের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও স্বমেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক বাক্যবাণ নিক্ষেপ করছেন দিলীপ, বলছেন; ‘দলের মেদ বেড়ে গিয়েছে’, ‘আমার সময় দলে কোনও গোষ্ঠী ছিল না’, ‘যে রেজাল্ট দেবে, তাকেই নেতা করা উচিত’। ছাড়েননি শুভেন্দুকেও, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কেও দিলীপের মত, “ওঁঁর থেকে বড় বড় লোক এসেছে দলে!”
এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে, দলের বর্তমান অবস্থা নিয়ে একাধিক বাছা বাছা মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে দলের অন্দরেও চর্চা শুরু হয়েছে।
দিলীপ দলের রাজ্য সভাপতি থাকাকালীন বাংলার বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা ৩ থেকে ৭৭-এ
পৌঁছেছিল বিজেপি। সে কথা স্মরণ করে দিলীপ ঘোষের মন্তব্য, “আমরা এখানে ৭০ বছর ধরে লড়াই করেছি, বিজেপি এগোতেই পারেনি। যে রেজাল্ট দেবে, তাকেই নেতা করা উচিত।”
দিলীপ বলেন, অত্যাধিক মেদ হয়ে গেলে শরীরে সমস্যা হয়। বিজেপিরও তাই হয়েছে। তবে এখন বিজেপির মেদ ঝরছে। সম্প্রতি অন্য দল থেকে অনেকেই বিজেপিতে এসেছেন। তাঁদেরকে পার্টির আদর্শের সঙ্গে যুক্ত করতে হবে। বিজেপির একাংশের মতে, নাম না-করে শুভেন্দু অধিকারীকেই ইঙ্গিত করতে চেয়েছেন দিলীপ।
এ নিয়ে দিলীপের ব্যাখ্যা, “ওঁঁর (শুভেন্দুর) থেকে বড় বড় লোক এসেছে দলে। সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে। আমি বলব, যাঁরা এসেছেন, তাঁদের বলব, বিজেপির কালচারটা কী, অর্গানাইজেশন কী চায়, তাঁরা যত তাড়াতাড়ি শিখে নেবেন, তাঁদেরই ভাল।” দিলীপ আরও বলেন, “সিপিএমের লোকদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। বিভিন্ন আদর্শের লোক দলে এলে. অ্যাডজাস্ট করতে সমস্যা হতেই পারে, কিন্তু সেটা যদি সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে চিন্তায় বিষয়।” বিজেপির রাজ্য সভাপতি বদলের হাওয়া উঠেছে, এমন আবহে দিলীপ এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।