সঞ্চয়ের জন্য শেয়ার বাজারকে ভরসা করছে আম ভারতবাসী, নয়া দাবি SBI
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বহু নাগরিক সঞ্চয়ের মাধ্যম হিসাবে শেয়ার বাজারকে বেছে নিচ্ছেন। শেয়ার বাজারের উপর নির্ভরশীলতা বাড়ছে আম ভারতবাসীর, এমনটাই দাবি করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রিপোর্টে এসবিআইয়ের দাবি করেছে, ২০২১ থেকে এখনও অবধি প্রায় তিন কোটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানাচ্ছে, শেয়ারে লগ্নির ক্ষেত্রে এখনও মুম্বই-সহ পশ্চিম ভারতই সবচেয়ে এগিয়ে। গত ১০ বছরে ভারতীয় সংস্থাগুলিও মূলধন জোটাতে শেয়ার বাজারের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। এসবিআইয়ের হিসাব, ২০১৩-১৪ অর্থবর্ষে শেয়ার বাজার থেকে সংস্থাগুলির মূলধন সংগ্রহের অঙ্ক ছিল ১২ হাজার ৬৮ কোটি টাকা। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তা ১ লক্ষ ২১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। আম জনতা ১০ বছর আগে যে সঞ্চয় করতেন, তার মধ্যে শেয়ার ও ডিবেঞ্চারে লগ্নির হার ছিল জিডিপির ০.২ শতাংশ। এখন তা বেড়ে ডিজিপি’র ১ শতাংশ পৌঁছেছে।