খেলা বিভাগে ফিরে যান

বক্সিং ডে-তে রানের পাহাড় অজিদের, দিন শেষে ৬ উইকেটে ৩১১ রানে দাঁড়িয়ে স্মিথরা

December 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বক্সিং ডে টেস্টের প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৬ উইকেটে ৩১১ রান। মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস দারুন শুরু করেছেন। তিনি হাফ সেঞ্চুরি করলেন মাত্র ৫২ বলে। কনস্টাস ৬৫ বলে ৬০ রান করে ফেরেন জাদেজার বলে। উসমান খোয়াজা ৫৭ রান করে বুমরাহর শিকার হন।

লাবুশেন ও স্টিভ স্মিথ ৮৩ রানের জুটি গড়েন। ট্র্যাভিস হেড এদিন খাতাও খুলতে পারেননি। তাঁকে শূন্য রানে ফেরান বুমরাহ। মিচেল মার্শ আউট হন ৪ রানে। অ্যালেক্স কেরি ও স্মিথ অবশ্য জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোর ৩০০-র কাছে পৌঁছে দেন। আকাশদীপ কেরিকেও ফিরিয়ে দেন। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩১১। ৬৮ রান করে অপরাজিত স্মিথ। অধিনায়ক কামিন্স খেলছেন ৮ রান করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Border gavaskar trophy, #Border Gavaskar Trophy 2024, #Cricket, #Sports, #BCCI, #Indian Cricket Team

আরো দেখুন