অসংগঠিত ক্ষেত্রে এক বছরে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ধাক্কা খেয়েছে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নোট বাতিল, জিএসটি, কোভিড লকডাউন ত্রিফলা ধাক্কা সামলা দিতে দিতে দেশের অসংগঠিত ক্ষেত্র ভেঙে পড়েছে। কেন্দ্রের তথ্যতেই মিলেছে সে ইঙ্গিত। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ধাক্কা খেয়েছে। ছাপিয়ে গিয়েছে বিগত বছরের পরিসংখ্যান। চলতি এবং আগামী আর্থিক বছরে ভারতের ৬.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছে উপদেষ্টা সংস্থা ইওয়াই। সাধারণ মানুষের মধ্যে খরচে লাগাম, চাহিদা হ্রাসের ফলে পরপর দু’বছর জিডিপি বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৫.৪ শতাংশে নেমে এসেছে। যা সাতটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে কম। জাতীয় পরিসংখ্যান দপ্তরের সাম্প্রতিকতম তথ্য থেকে জানা গিয়েছে, দেশের আনইনকর্পোরেটেড ক্ষেত্রে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ১৭ লক্ষের বেশি নতুন কর্মসংস্থান হয়েছিল। ২০২৩-র অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে সংখ্যা কমে হয়েছে ১ কোটি ১০ লক্ষ। আগের বছরের তুলনায় শেষ এক বছরে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩ লক্ষের মতো বেড়েছে। ১২ কোটি ৬ লক্ষ মানুষ আনইনকর্পোরেটেড সেক্টরে কাজ করে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অসংগঠিত ক্ষেত্রে নোট বাতিল ও জিএসটির মতো মোদী সরকারের খামখেয়ালি পদক্ষেপ ও লকডাউনের প্রভাব ব্যাপকভাবে পড়েছে। ফলে নতুন কর্মসংস্থান বাড়ছে না।