নতুন বছরে NRS-এ চালু হতে চলছে ‘বার্ন ওয়ার্ড’
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ‘বার্ন ওয়ার্ড’ চালু হতে চলেছে। নতুন বছরের শুরুতে বার্ন ওয়ার্ডে রোগী ভর্তি শুরু হয়ে যাবে বলে দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। প্রয়োজনীয় যাবতীয় পরিকাঠামো প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাকি যে বিষয়গুলি রয়েছে, তার কাজ দ্রুত শেষ করে নতুন বছরের গোড়ার দিকে ওয়ার্ড চালু হয়ে যাবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আধুনিক এই ওয়ার্ডে আপাতত ১৮টি শয্যা থাকবে। ৮টি শয্যা পুরুষ এবং ১০টি মহিলাদের জন্য। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে থাকবে এই ওয়ার্ড।
কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রতিদিন বিরাট সংখ্যক রোগী এনআরএস হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। আরও বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দিতে হাসপাতালের নতুন ভবন নির্মাণ চলছে। পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা হলেও, এতদিন আলাদা করে কোনও বার্ন ওয়ার্ড ছিল না। কিছুটা পর্যায়ে চিকিৎসার পর রোগীদের এসএসকেএম বা অন্য সরকারি হাসপাতালে যেখানে বার্ন ওয়ার্ড আছে সেখানে রেফার করে দেওয়া হত। পরিস্থিতির গুরুত্ব বুঝে এনআরএস কর্তৃপক্ষ হাসপাতালে বার্ন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেয়। এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত ১৮টি শয্যার ওয়ার্ড চালু হচ্ছে। আগামীদিনে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে।