← দেশ বিভাগে ফিরে যান
সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। চলতি মাসেই তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। এবার জায়গায় পেলেন সংসদীয় স্থায়ী কমিটিতে। শ্রম, বস্ত্র, দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে ঋতব্রতকে। পাশাপাশি ওই কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের আরও দুই লোকসভার সদস্য অসিতকুমার মাল এবং পার্থ ভৌমিক। ৩১ জন সদস্যের এই কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ সাংসদ বাসবরাজ বোম্বাই।