সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মমতার সতর্কবার্তা- কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সন্দেশখালি আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’।
সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতানেত্রীরা টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ উঠেছে বারবার। সন্দেশখালিতে দাঁড়িয়ে এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না, সাফ জানালেন তিনি। মহিলাদের উদ্দেশে তাঁর বিশেষ সতর্কবার্তা, “কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েরা, কেউ ডাকল আর চলে গেলেন, এমনটা করবেন না।” একই সঙ্গে সরকারি প্রকল্পের টাকা কাউকে না দেওয়ার স্পষ্ট বার্তাও তিনি দেন। মমতা বলেন, ”আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”
এরপরই নিজের ভাষণে বিজেপিকে বিঁধে তিনি বলেন, ”আমি জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।” তবে মমতা এও বলেন, যা হয়েছে, হয়েছে। তাঁর কিছু ‘মনে নেই’, তিনি ভুলে গেছেন!
সন্দেশখালির মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি সিপিএমকেও নিশানা করেন মমতা। বলেন, বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। ওই টাকায় যেন কেউ হাত না দেন। আর সিপিএমকে আক্রমণ করে মমতা বলেন, সবথেকে বেশি মানুষকে অত্যাচার করত যারা, তারা এখন বড় বড় কথা বলছে। মমতার কথায়, ”ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না। মনে রাখবেন, দিদিকে বললে দিদি কাজ করবে।”
এদিন সন্দেশখালির উন্নয়নেও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।” নিজের ভাষণ ‘সন্দেশখালি জিন্দাবাদ’ বলে শেষ করেন মুখ্যমন্ত্রী।