কৃষকদের উপার্জন দ্বিগুণ হল কোথায়? এক্ষেত্রেও ডাহা ফেল মোদীর প্রতিশ্রুতি!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর ঘোষণা মানে জুমলা, এমনই মত বিরোধীদের। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। সেই সময়সীমার পর আরও দু’বছর পেরিয়ে গিয়েছে। কৃষকের উপার্জন দ্বিগুণ হল? মোদী সরকারের কাছে উত্তর নেই। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফিরিস্তি দিয়েছেন। কিন্তু আয় দ্বিগুণ নিয়ে কোনও কথা নেই। প্রশ্ন উঠছে, মোদীর ঘোষণা কি ‘জুমলা’?
কৃষকের আয় দ্বিগুণ করতে হলে কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ১০.৪ শতাংশ হতে হবে। কৃষিমন্ত্রকের বিশেষ কমিটি রিপোর্টই একথা বলছে। শিবরাজ জানিয়েছেন, ২০২৫ সালে বৃদ্ধির হার সাড়ে তিন থেকে চার শতাংশ হতে পারে। আয় দ্বিগুণের পরিকল্পনা কার্যত অথৈ জলে।
কৃষিমন্ত্রকের নথি অনুযায়ী, দেশে কৃষক পরিবারের মাসিক আয় গড়ে ১০ হাজার ২১৮ টাকা। বার্ষিক আয় ১,২২,৬১৬ টাকা। এই হিসেব ২০১৮-১৯ কৃষিবর্ষের ( জুলাই থেকে জুন)। বর্তমানে উপার্জন নিয়ে সরকারের কাছে কোনও হিসেব নেই। একাংশ কৃষকের নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। কারণ, ঋণের বোঝা। কৃষক পরিবারের গড় ঋণের পরিমাণ ৭৪, ১২১ টাকা। দ্বিগুনের প্রতিশ্রুতি? মন্ত্রক মুখে কুলুপ এঁটেছে।