দেশ বিভাগে ফিরে যান

HMPV নিয়ে ভারতে আতঙ্কের কিছু নেই, জানাল কেন্দ্র

January 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)নতুন করে দিয়েছে উস্কে দিচ্ছে কোভিড মহামারীর স্মৃতি। চীনে ক্রমশ ছড়াচ্ছে এই ভাইরাস। তবে এইচএমপিভি নিয়ে ভারতে আতঙ্কের কিছু নেই বলে জানিয়ে দিল কেন্দ্র। ডাইরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর আধিকারিক ডাঃ অতুল গোয়েল জানিয়েছেন, শ্বাসজনিত যে কোনও সংক্রমণ থেকেই সতর্ক থাকা উচিত। বর্তমান পরিস্থিতিতে এর থেকে বেশি ভয়ের কারণ নেই।

গোয়েল এদিন বলেন, ‘চীনে মেটানিউমো ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। একটা বিষয় স্পষ্ট করে বলে দেওয়া দরকার। সাধারণ সর্দিকাশির জন্য যে সব সাধারণ ভাইরাস দায়ী থাকে, এই মেটানিউমো ভাইরাস তার মতোই। শুধু খুব বয়স্ক বা একেবারে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস সংক্রমণে ফ্লুয়ের মতো উপসর্গ দেখা যায়।’ তিনি আরও বলেছেন, ‘আমরা সারা দেশে শ্বাসজনিত রোগের তথ্য পর্যালোচনা করে দেখেছি। গত ডিসেম্বরে এই সংখ্যা বাড়েনি। কোনও নির্দিষ্ট অঞ্চলে প্রচুর মানুষের সংক্রমণের শিকার হয়েছে, এমন কোনও ঘটনাও পাওয়া যায়নি।’

তিনি জানান, শীতের সময় এমনিতেই শ্বাসজনিত সংক্রমণ বৃদ্ধি পায়। এর জন্য সব হাসপাতালই তৈরি রয়েছে। এইচএমপিভির নির্দিষ্ট কোনও চিকিত্সা নেই। তাই এর সংক্রমণ ঠেকাতে আগাম প্রতিরোধই হচ্ছে মূল মন্ত্র। চিকিত্সকরা জানিয়েছেন, সর্দিকাশি হলে ভিড় এড়িয়ে চলা, রুমাল ব্যবহার ও সাধারণ ওষুধ খাওয়ার মতো বিষয় মেনে চললেই শ্বাসজনিত সংক্রমণ আটকে দেওয়া সম্ভব।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Virus, #HMPV

আরো দেখুন