দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার অন্যতম কারিগর বিজ্ঞানী রাজাগোপালা চিদম্বরম

January 5, 2025 | < 1 min read

রাজাগোপালা চিদম্বরম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার, প্রয়াত হলেন পদার্থ বিজ্ঞানী রাজাগোপালা চিদম্বরম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। পোখরানে ১৯৭৪ ও ১৯৯৮ সালে ভারতের প্রথম ও দ্বিতীয় পারমাণবিক অস্ত্র পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি।

তাঁর জন্ম ১৯৩৬ সালে। রাজাগোপালা চিদম্বরম, চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসে পড়াশোনা করেন। ১৯৯০ সাল থেকে তিন বছর ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের ডিরেক্টর পদে আসীন ছিলেন তিনি। ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পরমাণু প্রকল্প কমিশনের সচিব হিসাবেও কাজ করেছেন তিনি। ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কেন্দ্র সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টার দায়িত্ব সামলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajagopala Chidambaram

আরো দেখুন