ছুটির দিন হলেও পয়লা ফেব্রুয়ারিই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। শনিবার ছুটির দিন হলেও বাজেট পেশের দিন বদলানো হচ্ছে না বলে খবর। দীর্ঘকাল ধরে বাজেটের জন্য নির্দিষ্ট কোনও দিন ধার্য ছিল না। ২০১৭ সাল থেকে মোদী ১ ফেব্রুয়ারিকেই বাজেট পেশের দিন হিসাবে নির্দিষ্ট করেছেন। এবার পয়লা ফেব্রুয়ারি ছুটির দিন হওয়ায় সরকারের অন্দরেও বিষয়টি নিয়ে চর্চা চলে। ঠিক হয় তারিখ বদলানো হবে না। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন।
বাজেট পেশের সময় এগিয়ে এলেও সরকারের ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। ২০২৫ সালের মার্চে সার্বিক ঋণের বোঝা ১৮১ লক্ষ কোটি টাকা হবে বলে আনুমানিক হিসেব করা হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরেই ঋণ পৌঁছে গিয়েছে ১৭৫ লক্ষ কোটিতে। টাকার মূল্যও নাগাড়ে পড়ছে। এখন ডলার প্রতি টাকার দাম ৮৬ টাকা। বাড়ছে আমদানি খরচ।
এবার বাজেটে দেদার খরচে লাগাম টানা হতে পারে বলে জানা গিয়েছে। মেগা প্রকল্প ঘোষণায় লাগামের পাশাপাশি চালু প্রকল্পের ভর্তুকিতে কাটছাঁট করা যায় কি-না, তা নিয়ে আলোচনা চলছে। মিশিয়ে দেওয়া হতে পারে একাধিক প্রকল্প। সব মন্ত্রককে ব্যাপক চাহিদার বাজেট প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
চলতি বছরে বিহার ও দিল্লিতে ভোট। বাজেট পেশের আগেই দিল্লি বিধানসভার নির্বাচন হয়ে যাবে। বাকি থাকবে বিহার। বিহারের জন্য বিশেষ কোনও ঘোষণা হতে পারে। কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলে জানা যাচ্ছে। বিশেষত মহিলাদের জন্য প্রকল্প আনা হতে পারে।