দেশ বিভাগে ফিরে যান

অনলাইনে টাকা লেনদেন করতে চান? এক ঝলকে জেনে নিন পদ্ধতি ও চার্জ

January 7, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউপিআই আসার পর থেকেই নগদ লেনদেন এবং ব্যাংক ট্রান্সফারের ব্যবহার কমতে শুরু করেছে। ইউপিআইয়ের ব্যবহার সহজ-সরল এবং ইউজার-ফ্রেন্ডলি হওয়ার কারণে অনেকেই ফোন পে, গুগল পে, পেটিএম-এর মতো ইউপিআই মাধ্যম ব্যবহার করেন। প্রথমদিকে বিনামূল্যে ব্যবহারযোগ্য অ্যাপগুলো এখন নির্দিষ্ট কিছু লেনদেনের পর চার্জ নিতে শুরু করেছে।

পেমেন্ট করার সময় অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে। এর ফলে অনেকেই ফের নগদ লেনদেন, এনইএফটি বা ব্যাংকের অ্যাপ ব্যবহার করার দিকে ঝুঁকছেন।

ব্যাংকের মাধ্যমে এখন টাকা ট্রান্সফার করা আরও সহজ ও দ্রুত হয়ে গিয়েছে। এই পরিষেবার জন্য ব্যাংকগুলো বিভিন্ন অ্যাকাউন্টের উপর বিভিন্ন চার্জ নেয়।

ব্যাংক অ্যাকাউন্টের ধরন:

সেভিংস অ্যাকাউন্ট:
ব্যক্তিগত ব্যবহারের জন্য এই অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। নির্দিষ্ট সুদের হার পাওয়া যায়। বিনা চার্জে টাকা লেনদেন করা যায়।

কারেন্ট অ্যাকাউন্ট:
কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ীদের জন্য উপকারী। সীমাহীন লেনদেনের সুযোগ। তবে টাকা লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হতে পারে।

স্যালারি অ্যাকাউন্ট:
এই অ্যাকাউন্ট চাকুরিজীবীদের জন্য। সাধারণত টাকা লেনদেন করা যায় কম চার্জে বা বিনামূল্যে।

এনআরআই অ্যাকাউন্ট:
বিদেশি নাগরিক বা প্রবাসীদের জন্য এই অ্যাকাউন্ট। ভারতের বাইরে থেকে টাকা লেনদেন জন্য আলাদা চার্জ প্রযোজ্য।

টাকা স্থানান্তরের পদ্ধতি ও চার্জ:

NEFT (ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার): ছোট-বড় লেনদেনের জন্য উপযোগী। চার্জ: ১ থেকে ২৫ টাকা (ব্যাংকের উপর নির্ভর করে)।

RTGS (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট): ২ লক্ষের বেশি লেনদেনের জন্য। চার্জ: ২৫-৫০ টাকা।

IMPS (ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস): জরুরি লেনদেনের জন্য, ২৪x৭ সব সময় টাকা লেনদেন করা যায়। চার্জ: ৫ থেকে ১৫ টাকা।

UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস): ছোট অঙ্কের লেনদেন করা যায় বিনামূল্যে। কিছু প্রিমিয়াম লেনদেনে চার্জ প্রযোজ্য।

চেকের মাধ্যমে: চেকের মাধ্যমে টাকা লেনদেনে ডিজিটাল চার্জ নেই।

লেনদেন সংক্রান্ত খরচ কমানোর টিপস:
ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে UPI ও IMPS ব্যবহার করুন।
ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহার করুন, কিছু কিছু ব্যাংক ছাড় দেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bank account, #IMPS, #NEFT

আরো দেখুন