দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে আপকে সমর্থন তৃণমূলের, মমতাকে ধন্যবাদ কেজরিওয়ালের

January 8, 2025 | < 1 min read

দিল্লি নির্বাচনে কেজরিওয়ালের আপকে সমর্থনের ঘোষণা তৃণমূলের, চিত্র- ANI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস! সূত্রের খবর, রাজধানীতে কোনও আসনে প্রার্থী দেবে না তৃণমূল। কেজরিওয়ালের দলের হয়ে প্রচার করবে রাজ্যের শাসকদল। নিঃশর্ত সমর্থনের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন কেজরিওয়াল।

এই সমর্থন প্রকাশের জন্য সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। সময় খারাপ হোক বা ভালো, সবসময় এভাবে আমাদের সমর্থন করার জন্য এবং আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।’

দিল্লিতে মমতার কেজরিওয়ালকে সমর্থন করা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, রাজধানীতে ইন্ডিয়া জোটের আর এক শরিক কংগ্রেসও লড়ছে। তৃণমূল এবং সমাজবাদী পার্টি দুই দলই তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে সমর্থন না করে ‘স্থানীয় দল’ আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #aap, #tmc, #arvind kejriwal, #Delhi Election

আরো দেখুন