বইমেলার সময় মেট্রো চালু রাখার দাবিতে চিঠি দিচ্ছে গিল্ড
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৮ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হবে ‘৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা’। ওইদিন বিকেল চারটের সময় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি ‘জার্মানি’। ইতিমধ্যেই স্টল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
এই সময় জানা গিয়েছে, সিগনালিং ব্যবস্থা ঢেলে সাজার জন্য আট ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ টানা দেড়মাস হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮ এবং ৯ তারিখ শনি ও রবি। ছুটির দিন এমনিতেই বেশি ভিড় হয়। তারপর শেষবেলায় বইমেলার ভিড় লক্ষাধিক ছাপিয়ে যায়। কিন্তু মেলা শেষ হওয়ার আগেই মেট্রো বন্ধ হয়ে গেলে কয়েক লক্ষ মানুষ দুর্ভোগের শিকার হবেন।
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে মেলা চলাকালীন মেট্রো চালু রাখার দাবি জানিয়ে চিঠি দিচ্ছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তাদের বক্তব্য, বইমেলার সময় বাড়তি মেট্রো দেওয়া হয়। তা বন্ধ থাকলে লক্ষ লক্ষ পাঠক যাতায়াত করবেন কীভাবে?
সোমবার বিকেলে মেলাপ্রাঙ্গণে যান বিধাননগরের পুলিস কমিশনার মুকেশ, যুগ্ম পুলিস কমিশনার বাদানা বরুণ চন্দ্রশেখর সহ অন্যান্য আধিকারিকরা। পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে গিল্ডের সভাপতি বলেন, ‘বইমেলায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই মেলা শেষ হওয়ার আগে মেট্রো যাতে বন্ধ করা না হয়, সে জন্য আমি চিঠি দিচ্ছি। আমরা পুলিসকে চিঠি দেব। পুলিস সেই চিঠি পাঠাবে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে। আশা করছি, কর্তৃপক্ষ সেই দাবি রাখবেন।’