মহিলাদের পোশাক নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে তোলপাড় বিহারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিহারে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে সরগরম বিহারের রাজনীতি। শনিবার প্রগতি যাত্রায় অংশ নিয়ে নীতীশ কুমার বলেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের পোশাক পরার রুচি বদলেছে। ফ্যাশনের উন্নতি হয়েছে। এহেন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। নীতিশকে কটাক্ষ করতে ছাড়েননি আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বীর বক্তব্য, “আপনি মুখ্যমন্ত্রী। ফ্যাশন ডিজাইনার নন। এভাবে নিজের নিম্নরুচির পরিচয় দেবেন না।”
বিহারে প্রগতি যাত্রা শুরু হয়েছে। বেগুসরাইয়ে সেই যাত্রায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, “আগে মহিলাদের এত সুন্দর পোশাকে দেখা যেত না। এখন তাঁদের ফ্যাশনে উন্নতি হয়েছে। এখন মহিলারা খুব আত্মবিশ্বাসী। চমৎকার কথা বলেন এবং সুন্দরভাবে পোশাক পরেন।” তাঁর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলেরা। নীতীশ কুমারকে আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, বিহারের মহিলারা শুধু ভালো পোশাকই নয়, আত্মসম্মান, স্বনির্ভরতা ও সম্মান নিয়ে চলতেন। এভাবে নিজের নিম্নরুচির পরিচয় দেওয়া বন্ধ করুন। এমন মন্তব্যের মাধ্যমে বিহারের অর্ধেক জনসংখ্যাকে অপমান করা হয়েছে বলে দাবি তেজস্বীর।