ওয়াকফ নিয়ে JPC-র বৈঠকে উত্তাল রাজধানী! তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদ সাসপেন্ড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ বোর্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের সংঘাতে জড়ালেন শাসক ও বিরোধী শিবির। উত্তাল হয়ে উঠল সংসদ চত্বর। ওয়াকআউট করেন বিরোধী সাংসদেরা। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল।
ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না-পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। শুক্রবার এবং শনিবার চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন। বৈঠকের শুরুতেই বাদানুবাদে জড়িয়ে পড়লেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে। বিরোধীদের অভিযোগ, জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল রিপোর্ট দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন। এখনও বহু আলোচনার প্রয়োজন আছে বলে মত বিরোধীদের। বহু পক্ষের সঙ্গে কথা বলা দরকার। তড়িঘড়ি বৈঠক ডাকা নিয়েও আপত্তি তোলেন বিরোধীরা।
জগদম্বিকা পাল ২৫ তারিখের বদলে ২৭ তারিখ ফের বৈঠক ডাকতে চাইলেও আপত্তি তোলেন বিরোধীরা। তারপরই শুরু হয় বাদানুবাদ। যার জেরে ওয়াকআউট করেন বিরোধীরা। শোনা যাচ্ছে, এরপরই ১০ বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন কমিটির চেয়ারম্যান।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৈঠকটি ৩০-৩১ করার জন্য তাঁরা অনুরোধ করেছিলেন। চেয়ারম্যান কোনও কথা শোনেননি। এজেন্ডা অনুযায়ী আলোচনাও হচ্ছে না। তিনি বলেন, “একেকজন নিজেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো মনে করেন।” কল্যাণ জানিয়েছেন, চেয়ারম্যান ১০ সাংসদকে সাসপেন্ড করেছেন।