দেশ বিভাগে ফিরে যান

দেখে নিন বাংলা থেকে কারা পেলেন ‘পদ্মশ্রী’ পুরস্কার

January 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। তিনটি ভাগ রয়েছে এই সম্মানের: পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। কলা, সামাজিক কাজ, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, খেলা, সিভিল, সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়।

দেখে নিন বাংলা থেকে কারা পেলেন ‘পদ্মশ্রী’ পুরস্কার:

১) অরিজিৎ সিং: শিল্পকলা

২) গোকুলচন্দ্র দাস: শিল্পকলা

৩) মমতা শঙ্কর: শিল্পকলা

৪) নগেন্দ্রনাথ রায়: সাহিত্য ও শিক্ষা

৫) পবন গোয়েঙ্কা: বাণিজ্য ও শিল্প

৬) সজ্জন ভজঙ্ক: বাণিজ্য ও শিল্প

৭) স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ): আধ্যাত্মিকতা

৮) বিনায়ক লোহানি: সামাজিক কাজ

৯) পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার: শিল্পকলা

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Padmashree, #Arijit Singh, #Mamata Shankar, #Kartik Maharaj

আরো দেখুন