দেখে নিন বাংলা থেকে কারা পেলেন ‘পদ্মশ্রী’ পুরস্কার
January 25, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। তিনটি ভাগ রয়েছে এই সম্মানের: পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। কলা, সামাজিক কাজ, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, খেলা, সিভিল, সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়।
দেখে নিন বাংলা থেকে কারা পেলেন ‘পদ্মশ্রী’ পুরস্কার: