রাজ্য বিভাগে ফিরে যান

২৮ ফেব্রুয়ারির মধ্যে প্র্যাকটিক্যালের নম্বর জমা না পড়লে ফাইন দেবে স্কুল, কড়া বার্তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

February 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩ মার্চ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দ্রুত প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফের খোলা হয়েছে পোর্টাল। হাতে রয়েছে মাত্র কটা দিন।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের এক দফা পোর্টাল খোলা রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার পরে নম্বর জমা দিলে, পড়ুয়া পিছু ১০০০ টাকা জরিমানা দিতে হবে স্কুলকে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, একাধিকবার পোর্টাল খোলা সত্ত্বেও বহু স্কুল নম্বর জমা দেয়নি। তাই কড়া ব্যবস্থা নিতেই হবে।

প্রসঙ্গত, গোটা ডিসেম্বর জুড়েই পোর্টাল খোলা রাখা ছিল। জানুয়ারিতেও প্রায় ১৫ দিন পোর্টাল খোলা রাখা হয়। তাতেও সবাই অনলাইনে নম্বর জমা না দেওয়ায় ২০ ফেব্রুয়ারি থেকে ফের খোলা হয়েছে পোর্টাল। ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা না দিলে আর অনলাইনের সুযোগ মিলবে না। সংসদের আঞ্চলিক অফিসে গিয়ে প্রধান শিক্ষকরা গিয়ে টাকা জমা দিয়ে নম্বর তোলার ক্ষেত্রে বাধ্য থাকবেন।

এদিকে, সংসদ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সাধারণ এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর (সীমিত সুবিধা সম্পন্ন) ব্যবহার করার অনুমতি দিয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে এই দাবি আগেই তোলা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#HS Exam 2025, #Education, #West Bengal, #School, #wbchse

আরো দেখুন