এ বছর কি আদৌ জনগণনা হবে? প্রশ্ন উঠেছে খোদ রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার সেন্সাস কমিশনারের দপ্তরে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চলতি বছর কি আদৌ জনগণনা হবে? বাড়ছে অনিশ্চয়তা! রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার সেন্সাস কমিশনার দপ্তরের অন্দরেই সংশয়। আগামী অর্থবর্ষে সেন্সাসের জন্য বাজেট বরাদ্দ নামমাত্র, এতেই উঠছিল প্রশ্ন। সম্প্রতি নির্বাচন কমিশনের ‘অ্যাটলাস’ প্রকাশিত হয়েছে। ভোটারদের বৃদ্ধিহার কেমন, প্রদত্ত ভোটের গতিপ্রকৃতি কেমন, বিস্তারিত তথ্য পরিসংখ্যান থাকে সেখানে। রিপোর্টে দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সী যুব ভোটারদের সংখ্যা কমছে। ২০২৪ সালের প্রদত্ত ভোটে এ প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। রিপোর্ট প্রকাশের পর গত সপ্তাহে স্থির হয়, সেন্সাস কর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক আগামী সপ্তাহে বৈঠক করবে। জনগণনা নিয়ে আলোচনা করবে। যদিও সেন্সাস কমিশনার দপ্তর সূত্রের খবর, জনগণনা শুরুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক তরফে আজও কোনও ইঙ্গিত মেলেনি।
২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সেন্সাস খাতে ৫৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৯ সালে ঠিক হয়েছিল, জনগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কর্মসূচি সম্পূর্ণ করতে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয় হবে। সেন্সাসে সাড়ে আট হাজার কোটি টাকা খরচ হবে। বাকি ব্যয় হবে এনপিআরের জন্য। ২০২০ সালে করোনা আসায় সম্পূর্ণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় জনগণনা। করোনাকাল কেটে গিয়েছে। সমস্ত সরকারি প্রকল্পও চালু। কোনও এক রহস্যময় কারণে সেন্সাস প্রক্রিয়া আজও শুরু হয়নি। ২০২৪-র ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ২০২৫ সালে শুরু হবে জনগণনা।
ধরে নেওয়া হয়েছিল এবারের বাজেটে বড়সড় বরাদ্দ করা হবে। শোনা যাচ্ছিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার বাজেট এখন আর যথেষ্ট নয়। আরও বেশি অর্থের প্রয়োজন। এবারও কি সেন্সাস অনিশ্চিত? দপ্তরের মধ্যেই প্রশ্ন উঠছে?