দেশ বিভাগে ফিরে যান

শ্রম মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের কাজকর্ম নিয়ে অভিযোগ ঋতব্রতর

March 1, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের কিছু সংস্থা নিয়ম মেনে শ্রমিকদের বেতন থেকে টাকা কেটে নিলেও তাদের প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা করছে না। সংস্থার তরফের অর্থের সঙ্গে সেই টাকাও জমা হচ্ছে না। শ্রম মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের কাজকর্ম নিয়ে এমনি অভিযোগ তুললেন। এই বিষয় নিয়ে অবশ্য রাজ্যের শ্রমমন্ত্রী গত এক বছরে কেন্দ্রকে তিন বার চিঠি দিলেও এক বারও উত্তর মেলেনি।

ঋতব্রত অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গের কোন কোন চা-বাগানের মালিক শ্রমিকদের কত টাকা পিএফে বাকি রেখেছেন, তা রাজ্য সরকারকে জানানো হচ্ছে না জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দপ্তরের পক্ষ থেকে। ফলে বিনা তথ্যে রাজ্য সরকার এফআইআর করতে পারছে না। জানা গেছে, স্থায়ী কমিটিতে বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও নাকি এই বিষয়ে তৃণমূল সাংসদকে সমর্থন করেছেন।

মুর্শিদাবাদের তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে ৬৫ বেডের ইএসআই হাসপাতাল রয়েছে, তার অবস্থা শোচনীয়, ১০ জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র ২ জন ডাক্তার। তিনটি অপারেশন থিয়েটার অকেজো। বিকল এক্স-রে মেশিনও। মাত্র পাঁচ জন নার্স নিয়ে চলছে হাসপাতাল। যেহেতু দেশের বিড়ি শ্রমিকদের সিংহভাগ এই রাজ্যে, তাই তাদের স্বার্থে দাবি করে ঋতব্রত বলেন শিলিগুড়ি, হলদিয়ার ইএসআই হাসপাতাল রাজ্য সরকার চালাতে চেয়েছে। ডাক্তার-নার্স নিয়োগ হলে গেলেও ইএসআই কর্তৃপক্ষ এখনও হাসপাতাল রাজ্যের হাতে তুলে দেননি।

এছাড়াও বাংলার পাট শিল্পের কথা মাথায় রেখে ঋতব্রত দাবি তুলেছেন খাদ্যশস্যের মজুতের ক্ষেত্রে পাটের ব্যাগ বাধ্যতামূলক করার ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #RITABRATA BANERJEE, #tmc

আরো দেখুন