দেশ বিভাগে ফিরে যান

‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের প্রায় ৫০ শতাংশ ব্যয়ের হিসেব নেই! RTI-র জবাবে বিস্ফোরক তথ্য

March 2, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৫ সালে মোদী ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প চালু করেছিলেন। তা নিয়ে ঢালাও প্রচার করেছেন তিনি। এবার এই প্রকল্পেই আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। তথ্যের অধিকার আইনের জেরে জবাব মিলেছে। তাতে জানা যাচ্ছে, গত ১০ বছরে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ খাতে খরচ হয়েছে ৯৫২ কোটি ৪ লক্ষ টাকা। তার মধ্যে প্রায় ৪৫৫ কোটি টাকা কোথায় খরচ হল? তার কোনও হিসেব মিলছে না। ২০২৩-২৪ অর্থ বছর অবধি রাজ্যগুলিকে দেওয়া বরাদ্দের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ধরা পড়েছে গরমিল। বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল? নারী ও শিশুকল্যাণ মন্ত্রক কার্যত চুপ!

আরটিআইয়ের মাধ্যমে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমাজকর্মী অজয় বসু। কোথায় কোথায় কত টাকা ব্যয় হয়েছে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনও জবাব দিতে পারেনি নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। অজয় বসু ফাইনাল অ্যাপিলেট অথরিটিতে (এফএএ) আবেদন করেন। জবাবে জানানো হয়, প্রকল্প চালু হওয়া থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মোট ৪৯৬.৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দু’দফায় আসা জবাবে টাকার অঙ্কের ফারাক প্রায় ৪৫৫ কোটির!

প্রসঙ্গত, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পকে ঘিরে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। ২০২২ সালে সংসদে এক প্রশ্নের জবাবে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক জানিয়েছিল, ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত প্রকল্পে ৫৫৫ কোটি ২৭ লক্ষ বরাদ্দ হয়েছিল। তার মধ্যে ৩৫১ কোটি ৫৫ লক্ষই খরচ হয়েছে বিজ্ঞাপন ও প্রচারে। বরাদ্দের ৬৩.৩ শতাংশ অর্থ ব্যয় কেবল বিজ্ঞাপনে! শিশুকন্যাদের কল্যাণের কাজে খরচ হয়েছে নামমাত্র টাকা। ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে গত ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৯৫২ কোটি ৪ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যগুলিকে বরাদ্দ করা হয়েছে ৪৯৬ কোটি ৯৭ লক্ষ দিয়ে। বাকি ৪৫৫ কোটি টাকা কোথায় খরচ হল?

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Government of India, #Beti Bachao Beti Padhao, #modi govt

আরো দেখুন