বারাকপুরেও একাধিক ভুয়ো ভোটারের খোঁজ মিলছে, বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর ভোটার তালিকা পর্যালোচনার কাজ জেলায় জেলায় শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন জেলার নেতারা নিজের নিজের এলাকায় বৈঠক ও ময়দানে নেমে কাজ শুরু করেছেন। বারাকপুরেও এই উদ্যোগ শুরু হয়েছে।
রাজ্যের অন্য জায়গার মতো বারাকপুর লোকসভা কেন্দ্রেও একাধিক ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। বীজপুর, নৈহাটি সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের খোঁজ পেয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ফলে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বুধবার নৈহাটিতে বারাকপুর লোকসভা কেন্দ্রের সবকটি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিধায়ক, দলের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসেন সাংসদ পার্থ ভৌমিক।
তিনি বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে ভুয়ো ভোটার আছে কি না। ইতিমধ্যেই গুজরাতের বেশ কিছু ভোটারের নাম এরাজ্যের ভোটার তালিকায় পাওয়া গিয়েছে বলে খবর। পার্থবাবু বলেন, স্ক্রুটিনি রিপোর্ট পর্যালোচনা করে আমরা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিক বলেন, ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে চক্রান্ত করতে চাইছে বিজেপি। বাংলায় এসব চক্রান্ত করে লাভ নেই।