সিসমিক জোন-এ কলকাতা! এবার শহরবাসীর নিত্যসঙ্গী হতে চলেছে ভূমিকম্প?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৭ জানুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতার মাটি। ভয়ে কাঁটা কলকাতাবাসী!
এমন কি ঘনঘন হতে পারে? জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সতর্কবাণী, ‘সিসমিক জোন’ এ পড়ার কারণে নিয়মিত ভূমিকম্পের সাক্ষী হবে কলকাতা।
জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে, আলাদা আলাদা প্লেট বা পাতের উপর রয়েছে কলকাতা। পাতগুলি মুখোমুখি ধাক্কা লাগলে তা হল কনভারজেন্স, একে অপরের থেকে দূরে সরে গেলে ডাইভারজেন্স। প্লেটগুলির নড়াচড়া প্রতিনিয়ত হয়ে চলেছে। নড়াচড়ায় যখনই কোনও গণ্ডগোল দেখা যায় তখনই কেঁপে ওঠে ঘর-বাড়ি। গবেষণায় দেখা গেছে, ইন্ডিয়ান প্লেটের উপর রয়েছে কলকাতা। উত্তর পূর্বের ‘টিবেটান’ প্লেটের দিকে প্রতি বছর ৫ সেন্টিমিটার করে সরে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। দুই প্লেটে ধাক্কা লাগছে একটু একটু করে। তার জেরেই ভূমিকম্প।
শহর জুড়ে একের পর এক বহুতল মাথা তুলছে। লাগাতার ভূমিকম্পের অভিঘাত আদৌ সইতে পারবে সেগুলি? যেসব বাড়ি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র না-নিয়ে তৈরি হয়েছে, ঘন ঘন ভূমিকম্পের জেরে সেগুলি ভেঙে পড়তে পারে।