দেশ বিভাগে ফিরে যান

ভুয়ো EPIC ইস্যুতে আগামী সপ্তাহে রাজ্যসভায় ‘Short discussion’-র দাবিতে সরব তৃণমূল

March 13, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, ওই দিন থেকেই ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। তৃণমূলের নেতৃত্বে মোদী সরকারকে কার্যত চেপে ধরেছে বিরোধী শিবির। আগামী সপ্তাহে রাজ্যসভায় এই বিষয়ে শর্ট ডিউরেশন ডিসকাশন চাইছে তৃণমূল।

বুধবার রাজ্যসভায় ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরব হন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা আরম্ভ হয়েছে সংসদে। জবাব দিচ্ছেন মন্ত্রীরা। বুধবারই রেল মন্ত্রকের জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনুরোধ করেন, আগামী সোমবার তিনি উত্তর দেবেন। শর্তসাপেক্ষে তা মেনে নিয়েছে বিরোধীরা। শর্ত দেওয়া হয়েছে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আলোচনা করতে হবে। তৃণমূলের নেতৃত্বেই চলছে সরকারের উপর চাপ বাড়ানোর কাজ।

সরকারকে হুঁশিয়ারির সুরে বলা হয়েছে, হয় রাজ্যসভার রুল ২৭৬ অনুযায়ী মুলতুবি প্রস্তাব, নয়ত রুল ১৭৬ অনুযায়ী অর্থাৎ শর্ট ডিউরেশন ডিসকাশনে এপিক নিয়ে আলোচনা করতে হবে। এদিন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন মুলতুবি প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন। যদিও তা গ্রাহ্য হয়নি। এবার শর্ট ডিউরেশন ডিসকাশন বিধিতে আলোচনার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। রাজ্যসভার রুল ১৭৬ অনুযায়ী যেকোনও বিষয়ে সংসদের উচ্চকক্ষে আড়াই ঘণ্টার আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রীকে জবাবও দিতে হয়। শর্ট ডিউরেশন ডিসকাশন বিধি অনুসারে ভুয়ো ভোটার কার্ড নিয়ে দেশের আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল উত্তর দিতে বাধ্য থাকবেন।

উল্লেখ্য, রাজ্যসভার রুল ১৭৬ মোতাবেক আলোচনা চেয়ে যে কোনও সাংসদ নোটিশ জমা করতে পারেন। নোটিশে সমর্থন জানিয়ে অন্তত দু’জন সাংসদকে সই করতে হয়। তৃণমূলের কাছে যে সংখ্যার অভাব নেই, এদিন তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা। তাঁর মতে, সাত থেকে আটটি বিরোধী দল ভুয়ো এপিক ইস্যুতে আলোচনা করতে চায়, আগামী সপ্তাহে এই বিষয়ে সংসদে ‘শর্ট ডিউরেশন’ আলোচনার জন্য সরকারের অনুমতি দেওয়া উচিত। তিনি আরও বলেন বিরোধীরা সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বসে নেই। তিনি বলেন, “কমপক্ষে সাত-আটটি বিরোধী দল আছে (যারা আলোচনা চাইছে), কেন রুল ১৭৬ মেনে ‘শর্ট ডিউরেশন ডিসকাশন’ করা হচ্ছে না? আমরা এখানে সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য আসিনি?”

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Duplicate epic

আরো দেখুন