আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

শনিবার সন্ধ্যায় লন্ডনে র‌ওনা মুখ্যমন্ত্রীর? উৎসাহী প্রবাসী বাঙালিরা

March 22, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার লন্ডনের হিথরো বিমানবন্দরে বিপর্যয়ের জেরে শেষ পর্যন্ত পিছিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেনযাত্রার সময়সূচি। শোনা যাচ্ছে, বিদ্যুৎ বিপর্যয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হিথরো বিমানবন্দরের পরিষেবা। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ও রওনা হচ্ছেন শনিবার সন্ধ্যার বিমানে। দুবাই হয়ে রবিবার সকালে (লন্ডনের সময়) হিথরোতেই নামবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, হিথরো থেকে মাত্র ৮টি বিমান ‘জরুরি পরিস্থিতি’তে যাওয়ার ছাড়পত্র পেয়েছে।

সূচী অনুযায়ী, ২৪ মার্চ সোমবার ইন্ডিয়া হাউসে একটি হাই-টি রিসেপশনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন একঝাঁক খ্যাতনামা অনাবাসী ভারতীয়। ২৫ মার্চ দুপুরে ইউকেআইবিসি এবং ফিকির সহযোগিতায় একটি বাণিজ্যিক ইভেন্টের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। ব্রিটেনের কয়েকজন মন্ত্রীর সঙ্গেও বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর। তাঁদের পশ্চিমবঙ্গে যাওয়ার, মূলত পরবর্তী বিজিবিএসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাতে পারেন মমতা।

২৭ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় অক্সফোর্ডের কেলগ কলেজ হাবে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানের আলোচনায় উপস্থিত থাকবেন কলেজ প্রেসিডেন্ট জোনাথন মিশি, বাইনাম টুডর ফেলো লর্ড করণ বিলিমোরিয়া। কলেজের ওয়েবসাইটে এই অনুষ্ঠান প্রসঙ্গে লেখা হয়েছে, আলোচনার বিষয়বস্তু হল সামাজিক উন্নয়ন— বালিকা, শিশু ও মহিলাদের ক্ষমতায়ন। ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী ও রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁর অসাধারণ যাত্রা সম্পর্কে কথা বলার সুযোগ মিলবে।

এই সফরের জন্য মুখিয়ে রয়েছেন ব্রিটেনে বসবাসকারী বাংলার প্রায় ৪০ হাজার বাঙালি। আগামী ২৩ মার্চ পিটারবরোয় কুইসগেট শপিং সেন্টারে স্থায়ীভাবে বসতে চলেছে একটি দুর্গা প্রতিমা। এই মূর্তিটি স্থান পেয়েছিল বার্ষিক টেমস প্যারেডে। এমপি অ্যান্ড্রু পেকসের সঙ্গে আগামী রবিবার অনুষ্ঠানের উদ্বোধনের জন্য আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকেও। এই প্রদর্শনী ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। কারণ, এই প্রথম বাংলার দুর্গা স্থায়ীভাবে ইংল্যান্ডের মূলস্রোতের সংস্কৃতির অংশ হতে চলেছে। ওই দুর্গা প্রতিমা বানিয়েছেন টেকনো ইন্ডিয়ার পড়ুয়ারা। অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রীর তরফে ব্যক্তিগত স্তরে চিঠি পাঠিয়ে বেঙ্গলি সংস্কৃতি ক্লাব পিটারবরো ও হেরিটেজ বেঙ্গল গ্লোবালকে জানানো হয়েছে, ব্যস্ত নির্ঘণ্টের কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তবে অনুষ্ঠানের সাফল্য কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

ব্রিটেনের উৎসাহী বাঙালিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার জন্য কয়েকমাস আগেই প্রচুর টিকিট তুলে রেখেছেন। তাঁরা সামনে থেকে ‘দিদি’র বক্তব্য শুনে উল্লাসে ফেটে পড়ার প্রহর গুনছেন। ওইদিন লন্ডন ও বার্মিংহাম থেকেও অনেকে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আসবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #London

আরো দেখুন