ভারতবাসীরা অসুখী? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স-এ পাকিস্তানেরও নিচে ঠাঁই ভারতের!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফি বছর ২০ মার্চ দিনটিকে আন্তর্জাতিক সুখ দিবস হিসাবে পালন করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার সেই দিনটিতেই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স বা বিশ্বের সুখ-সূচক প্রকাশ করে। সুখী দেশের এবার ভারত জায়গা পেয়েছে ১১৮ নম্বরে। পড়শি পাকিস্তান রয়েছে ১০৯ নম্বরে। আরও দুই পড়শি দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে যথাক্রমে ১৩৩ এবং ১৩৪ নম্বর স্থানে। চীন রয়েছে ৬৮ নম্বর স্থানে। যুদ্ধপীড়িত ইউক্রেন, মোজাম্বিক, ইরাক, ইরান, প্যালেস্টাইন, কঙ্গো, উগান্ডা তালিকায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। সুখী দেশের তালিকায় শীর্ষে আছে ফিনল্যান্ড। তারপর ডেনমার্ক এবং আইসল্যান্ড। আমেরিকা রয়েছে ২৪ নম্বর স্থানে। ১৪৭টি দেশের তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান।
কোন দেশের মানুষ কতটা সুখী তা মাপতে, মাথাপিছু আয়, সামাজিক সুরক্ষা, গড় আয়ু, স্বাধীনতা, দেশবাসীর দান করার প্রবণতা এবং দুর্নীতি সংক্রান্ত ভাবমূর্তি ইত্যাদি দেখা হয়। সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকদের কাছে দৈনন্দিন জীবনযাপন কেমন, তা জানতে চাওয়া হয়।
সুখ-সূচকের তালিকায় ভারতের স্থান ১১৮। ভারতের পিছিয়ে থাকার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। কম মাথাপিছু আয়, শিক্ষা-স্বাস্থ্যের দুর্বল হাল, আর্থিক বৈষম্য, উপার্জনের অনিশ্চয়তা ইত্যাদি ভারতবাসীকে অসুখী রেখেছে। সমীক্ষায় দেখা গিয়েছে ভারতবাসী স্বাধীনতারও অভাববোধ করছে। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মতপ্রকাশ করার স্বাধীনতা দেশে ক্রমশ কমছে বলে জানা যায় বিভিন্ন সমীক্ষায়।