ছ’বছর পর লাল-বলের ক্রিকেটের স্বাদ পেতে চলছে ইডেন গার্ডেন্সের বাইশ গজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯-র পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেন গার্ডেন্সে। ছ’বছর পর ফের সাদা জার্সিতে কলকাতায় টেস্ট খেলতে নামবেন দেশের ক্রিকেটাররা। দেশের মাটিতে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন রোহিতরা। প্রথম টেস্ট হবে মোহালিতে। দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। ম্যাচ চলবে ১০-১৪ অক্টোবর পর্যন্ত।
ভারতীয় ক্রিকেটের নন্দন কাননে শেষ টেস্ট ম্যাচ হয়েছিল ২০১৯ সালে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল। সেই টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি। ভারত জিতেছিল এক ইনিংস এবং ৪৬ রানে। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ইশান্ত শর্মা। আবার টেস্ট ক্রিকেটের উন্মাদনা ফিরতে চলেছে কলকাতার ইডেনে।
আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা আসছে ভারতে। দিল্লি ও গুয়াহাটিতে দুটি টেস্ট খেলবে দুই দল।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত। এক দিনের সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি অবধি চলবে ভারত-প্রোটিয়া দ্বৈরথ।