London Diaries: আজ থেকে বিলেতে ব্যস্ততা শুরু মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার সকালে লন্ডনে সকাল ৭টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টায়) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন লন্ডনে। রবিবার তাঁর কোনও সরকারি কর্মসূচি নেই। তবে আজ সোমবার থেকে বিলেতে ব্যস্ততা শুরু হবে তাঁর।
আজ লন্ডনের ভারতীয় হাই কমিশনের একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়েই মমতা বিলেত সফরে এসেছেন। ফলে লন্ডনে তিনি ভারতের প্রতিনিধি। গত বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিলেতের মাটিতে ‘অশুভ শক্তি’ তাঁকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা করেছে। সে বিষয়ে কিছু ইমেল, হোয়াটস্অ্যাপ চ্যাটও যে রাজ্য প্রশাসনের হাতে রয়েছে, তা-ও জানিয়েছিলেন মমতা। সে দিনই মমতা বলেছিলেন, ‘‘আমি কিন্ত সেন্ট্রালের ক্লিয়ারেন্সে (কেন্দ্রের ছাড়পত্রে) যাচ্ছি। মনে রাখবেন, ওখানে কিন্তু আমি ভারতের প্রতিনিধি।’’ সেই পরিচয়েই তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবারও সরকারি স্তরে বাণিজ্য নিয়ে বৈঠক হবে। গত মাসে মমতা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করেছিলেন নিউ টাউনে। সেখানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা। বাংলায় বাণিজ্য টানতে মমতার চলতি সফরে যুক্ত হয়েছেন বাংলার বেশ কয়েক জন শিল্পপতি। কলকাতা থেকে একই উড়ানে মমতার সঙ্গে লন্ডনে এসেছেন শিল্পপতি সত্যড়ম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরী। দুবাই থেকে যোগ দেন শিল্পপতি উজ্জ্বল সিন্হা এবং মেহুল মোহানকা। বাণিজ্যবৈঠকের আগে আরও কয়েক জন ভারতীয় শিল্পপতির পৌঁছে যাওয়ার কথা। এর পাশাপাশি মুখ্যলসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যযমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ্যিমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল রয়েছেন মমতার সঙ্গে।