আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

London Diaries: বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা, শুনতে যাচ্ছেন বাংলার দাদা সৌরভ

March 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লন্ডন সফরে ২৭ মার্চ, বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ওইদিন অক্সফোর্ডে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, বৃহস্পতিতে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতের এক প্রতিনিধিদল যাচ্ছেন। সেই দলে থাকছেন সৌরভ। তবে দলে আর কে কে থাকছেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

ছ’দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার লন্ডন পৌঁছন তিনি। সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও রয়েছেন WBTC-এর অফিসাররা। শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে।

আজ, মঙ্গলবার শিল্প বৈঠক, বুধবার সরকারি স্তরে আলোচনার কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ রয়েছে। সেই ভাষণ শুনতেই লন্ডন উড়ে যাচ্ছেন দিদির স্নেহের সৌরভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Sourav Ganguly, #oxford university

আরো দেখুন