মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত আমজনতা, ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একলাফে ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের। সেই সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতাও। সোমবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সাত বছর পর সাংসদদের বাড়ানো হল বেতন। অতিরিক্ত পেনশনও পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মুদ্রাস্ফীতিতে ধুঁকছে দেশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত আমজনতা। এই আবহে মূল্য়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য় রেখে সাংসদদের বেতন বৃদ্ধি করা হবে বলে ২০১৮ সালে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি করা হল।
সোমবার সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এতদিন সাংসদরা প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন পেতেন। নতুন নিয়ম অনুযায়ী, সেই অঙ্ক এখন থেকে হবে ১ লক্ষ ২৪ হাজার টাকা। অর্থাৎ ২৪ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি, দৈনিক ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার টাকা থেকে ২,৫০০ টাকা।
শুধু তাই নয়, যাঁরা একসময় সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সেই প্রাক্তন সাংসদদের মাসিক পেনশনও বেড়েছে। আগে যেখানে পেনশন ছিল ২৫ হাজার টাকা, এখন থেকে তা হবে ৩১ হাজার টাকা। প্রতি বছর সাংসদ থাকার জন্য অতিরিক্ত পেনশনও ২ হাজার টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হয়েছে।
এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে। অর্থাৎ গত প্রায় দু’বছরের বর্ধিত বেতনের টাকা ‘এরিয়ার’ হিসেবে এককালীন পাবেন বর্তমান সাংসদরা।
তবে রাজনৈতিক মহলের মতে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য যেখানে তেমন কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না, সেখানে জনপ্রতিনিধিদের সুবিধা বাড়াতে সরকারের এত তৎপরতা কিছুটা অস্বস্তিকর।