হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

Opinion Poll: দৃষ্টিভঙ্গির জনমত সমীক্ষা- মুর্শিদাবাদ

March 26, 2025 | < 1 min read

বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ২০২৫-র মার্চ মাসে দৃষ্টিভঙ্গি নিয়ে এল বাংলার বিধানসভা ভোটের প্রথম জনমত সমীক্ষা। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অবধি, বাংলার নানা প্রান্ত ঘুরে ৫,৩৩৫ জনের মতামত সংগ্রহ করেছেন ৩২ জন সমীক্ষক। তাতেই উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রতিচ্ছবি।

মুর্শিদাবাদ জেলায় মোট বিধানসভা আসন রয়েছে ২২টি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পেয়েছিল কুড়িটি আসন ও বিজেপির ঝুলিতে গিয়েছিল দুটি আসন।
কংগ্রেস বা বামেরা কেউই এই জেলায় খাতা খুলতে পারেননি। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে
মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ১৪ টি আসনে এগিয়ে আছে। বিজেপি তিনটি, কংগ্রেস চারটি ও বামেরা একটি আসনে এগিয়ে আছে।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ১৮টি আসন জিততে পারে তৃণমূল এবং একটি আসন জিততে পারে বিজেপি। দুটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস। একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Assembly Elections, #Opinion Poll, #Drishtibhongi Opinion Poll, #West Bengal, #survey, #politics

আরো দেখুন