যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অচলাবস্থার দিকে এগিয়ে দেওয়া হল, কাকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে ভাস্কর গুপ্তকে সরিয়ে দিল রাজভবন৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছে গিয়েছে রাজ্যপালের চিঠি। তবে ভাস্কর গুপ্তের জায়গায় উপাচার্যের দায়িত্বভার কে গ্রহণ করবেন, তা জানায়নি রাজভবন। উল্লেখ্য, তিন দিন পর ৩১ মার্চ
ভাস্কর গুপ্তের মেয়াদ শেষ হত। তার আগে হঠাৎ করে কেন এমনটা করা হল? প্রশ্ন উঠছে শিক্ষামহলে।
এই ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উষ্মা প্রকাশ করেন৷ তিনি বলেন, “রবীন্দ্রভারতী থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেভাবে অচলাবস্থার এগিয়েছে, যাদবপুরও সেই পথে এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা থেকে এক জনকে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যেত। রাজ্যপাল সেটা করলেন না। উল্টে অচলাবস্থা তৈরি করলেন।”
রাজভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “২০২৪ সালের ২৪ এপ্রিল থেকে অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।”
ভাস্কর গুপ্ত জানিয়েছেন, চাকরিজীবনের শেষ তিন দিন ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে তিনি কাজ করবেন।