বিনোদন বিভাগে ফিরে যান

দাদাগিরিকে বিদায়! কোথায় চললেন বাঙালির ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়?

March 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেটকে বিদায় জানানোর পর টেলিভিশন দুনিয়া রীতিমতো রাজত্ব করছেন বাঙালির দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরি বলতেই চোখের সামনে ভেসে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার কি দাদা-কে ছাড়াই চলবে এই জনপ্রিয় ক্যুইজ গেম শো? জোর গুঞ্জন, ‘দাদাগিরি’ থেকে নাকি সরে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক!

শোনা যাচ্ছে, যে বেসরকারি চ্যানেলে শো টি সম্প্রচারিত হত, তাদের সঙ্গে না-কি নতুন করে কোনও চুক্তি করেননি সৌরভ। শোনা যাচ্ছে, অন্য একটি চ্যানেলের সঙ্গে নতুন শোয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সৌরভ। যদিও এখনও এই বিষয়ে কিছুই বলেননি তিনি।

২০০৯ সালে শুরু হয় দাদাগিরি আনলিমিটেড। বাংলার অন্যতম জনপ্রিয় এই ক্যুইজ শো-কে সঞ্চালনার দৌলতে অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছেন সৌরভ। প্রথম দুই সিজনে সৌরভই ছিলেন সঞ্চালক, যদিও তৃতীয় সিজনে দায়িত্ব সামলেছিলেন মিঠুন চক্রবর্তী। চতুর্থ সিজন থেকে টানা সৌরভই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। শোয়ের দশটি সিজন ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনই টিআরপির তালিকায় শীর্ষে থেকেছে।

জল্পনা চলছে, এবার বাংলা বিগ বস-র সঞ্চালক হিসেবে অবতীর্ণ হতে পারেন সৌরভ। পুজোর পর শুরু হতে রিয়েলিটি শো-র শ্যুটিং। শুধু তাই নয়, একটি নয়, গুঞ্জন দুটি নতুন শো হোস্ট করতে পারেন সৌরভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #Dadagiri, #big boss

আরো দেখুন