নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রথম থেকেই পরপর উইকেট হারাতে থাকে কেকেআর। মাত্র ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়, যা এই মরশুমের এখন পর্যন্ত এটি সর্বনিম্ন স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই।
নাইটদের সমস্ত বিভাগেই টেক্কা দিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।