রাজ্য বিভাগে ফিরে যান

আট বছর পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, প্রস্তুতি তুঙ্গে

April 1, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব এপ্রিলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এব্যাপারে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরিকল্পনা গ্রহণ করার জন্য চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। আট বছর পর এই সমাবর্তন উপলক্ষ্যে সাজ সাজ রব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, দীর্ঘ আট বছর পর সমাবর্তন অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। আমরা প্রায় প্রস্তুত।

সমাবর্তন অনুষ্ঠানের প্রাথমিক যে কাজ হওয়া উচিত, কন্ট্রোলার ব্রাঞ্চ, উপাচার্য, রেজিস্ট্রার, অধ্যাপকরা মিলে তার প্রায় অনেকটাই সেরে ফেলেছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান। সমাবর্তনের আগে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে। যেমন প্রথমেই বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক ডাকতে হয়। এরপর এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডেকে অ্যাজেন্ডা লিখতে হয়। এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে কী কী করা হবে, সেই সম্পর্কেও বিশদে জানাতে হয়।

ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললেই বুধ, বৃহস্পতি ও শুক্রবার সমাবর্তন নিয়ে পরপর বৈঠক রয়েছে। রেজিস্ট্রার বলেন, সমাবর্তনের নিয়মে এবার কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। আর সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ অনুষ্ঠান। এই সমাবর্তনে মালদহের সব মানুষ যুক্ত হোন, সেটাই চাই। তার জন্য তৃতীয় সমাবর্তন প্রস্তুতি কমিটি গঠন করা হচ্ছে। তার অধীনে আরও বেশকিছু কমিটি থাকবে।

রেজিস্ট্রার জানান, সমাবর্তনকে কেন্দ্র করে যে বিভিন্ন কমিটি গঠিত হবে সেখানে শিক্ষাবিদদের থাকার অনুরোধ করা হবে। ইতিমধ্যেই শিক্ষাবিদ শক্তি পাত্রর নাম নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি জেলাশাসক এবং পুলিস সুপার বা তাঁদের প্রতিনিধিদের বলা হবে। এছাড়াও সংবাদ মাধ্যমের প্রতিনিধি, কলেজের অধ্যক্ষ, জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, বিধায়ক ও সাংসদদেরও কমিটিতে থাকার জন্য অনুরোধ জানানো হবে।
ছ’মাস আগেই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন চেয়ে উচ্চ শিক্ষা দপ্তরে চিঠি দিয়েও কোন সাড়া মেলেনি বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে মার্চের মধ্যে সমাবর্তন হবে বলে জানান। যদিও পরিবর্তে এপ্রিলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। আট বছর পর সমাবর্তন হতে চলায় আমরা রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞ, মন্তব্য রেজিস্ট্রারের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Gour Banga University, #Convocation Ceremony

আরো দেখুন