বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে ৪৯২ কোটি টাকার রাজস্ব আদায় রাজ্যের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলি (বিএসকে) থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৪৯২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ ৬৬ কোটি টাকা আদায় হয়েছে মার্চ মাসেই।
বর্তমানে প্রত্যেক ব্লকেই বিএসকে গড়ে তুলেছে রাজ্য। তার মাধ্যমে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা বিনামূল্যে পেতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এর পাশাপাশি বিদ্যুতের বিল জমা থেকে শুরু করে জমি বাড়ি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ারও সুবিধা চালু করেছে রাজ্য। এটাকে ই-ওয়ালেট পরিষেবাও বলা হয়ে থাকে।
২০২৪-২৫ অর্থবর্ষে সব মিলিয়ে ১ কোটি ৮৯ লক্ষ পরিষেবা প্রদান করেছে রাজ্য। তার মধ্যে ই-ওয়ালেট পরিষেবার সংখ্যা ২৯.৮৯ লক্ষ। তার বেশিরভাগটই হল জমিবাড়ি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত। রাজ্যজুড়ে বিএসকেগুলি থেকে সাধারণ মানুষকে তথ্য প্রদান পরিষেবার সংখ্যা ৪৩ লক্ষ ২৩ হাজার। এছাড়া অনলাইন আবেদনের সংখ্যা ছিল ১ কোটি ১৫ লক্ষ