খেলা বিভাগে ফিরে যান

ISL: সেমিফাইনালে প্রথম লেগে জামশেদপুর এফসির কাছে হার মোহনবাগানের

April 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইস্পাতনগরী জামশেদপুরে বৃহস্পতিবার আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে হারতে হল সবুজ-মেরুনকে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-১ গোলে হারল বাগান। মনবীর সিং ও আপুইয়াকে ছাড়াও মাঠে নেমেছিলেন কোচ মোলিনার ছেলেরা।

২৪ মিনিটে এজে-র পাস থেকে সিভেরিওর করা গোলে এগিয়ে যায় খালেদ জামিলের জামশেদপুর। ১৩ মিনিটের মাথায় গোল শোধ করে মোহনবাগান। জেসন কামিংস গোলটি করেন। অতিরিক্ত সময়ে জামশেদপুরের হয়ে দ্বিতীয় গোল করেন জাভি হার্নান্ডেজ। ফাইনালের রাস্তা খুঁজে পেতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকতে হবে শুভাশিস বসুদের। যুবভারতীতে দ্বিতীয় লেগের খেলা হবে ৭ এপ্রিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#mohunbagan, #ISL, #Jamshedpur FC

আরো দেখুন