দেশ বিভাগে ফিরে যান

গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, কোন কোন জায়গা এড়াবেন?

April 6, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরমের ছুটিতে অনেকেই বেড়াতে যাওয়ার প্ল্যান করেন। কিন্তু তাপমাত্রা অত্যধিক বেড়ে গেলে ঘোরাঘুরির আনন্দ একেবারেই নষ্ট। এমন কিছু জায়গা জেনে নিন, যেখানে গরমের সময় বেড়াতে যাওয়া একেবারেই উচিত নয়।

গোয়া

ছবি সৌজন্যে: sangbad pratidin


গোয়া বিখ্যাত তার সৈকতের জন্য কিন্তু গরমের সময় গোয়ার আবহাওয়া অত্যন্ত গরম হয়ে ওঠে। এপ্রিল থেকে জুন পর্যন্ত, গোয়ার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যায়। ফলে এই সময় গোয়ার বিচে সময় কাটানো সম্ভব নয়। দিনের বেলায় ঘোরার মতো পরিস্থিতিও থাকে না।

অমৃতসর

অমৃতসরের স্বর্ণমন্দির দর্শন করতে হাজার হাজার পর্যটক আসেন। গরমের সময় অমৃতসর ভ্রমণ একেবারেই উচিত নয়। গরমকালে অমৃতসরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। শীতকালে অমৃতসর বেড়ানোর পরিকল্পনা করা উচিত।

খাজুরাহো

মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরের জন্য বিখ্যাত। গরমে এই অঞ্চলের তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রিতে পৌঁছে যায়। পর্যটকদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। গরমের সময়ে ভ্রমণের জন্য খাজুরাহো মোটেও উপযুক্ত নয়।

আগ্রা

তাজমহল দেখতে আগ্রায় বিপুল সংখ্যায় পর্যটক আসেন। গরমের সময়ে, বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত, আগ্রার তাপমাত্রা অত্যধিক হয়ে যায়। গরমের সময়ে তাজমহল বেড়ানোর পরিকল্পনা থাকলে বাতিল করুন।

জয়সালমের

রাজস্থানের জয়সালমেরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এমন তাপমাত্রায় ঐতিহাসিক স্থান ঘুরে দেখা কঠিন হয়ে দাঁড়ায়। এ সময় রাজস্থানে ভ্রমণ থেকে বিরত থাকা উচিত।

চেন্নাই

চেন্নাইয়ে গরমের সময় ভ্রমণ করা একেবারে অযৌক্তিক।

গরমের ছুটি কাটানোর ক্ষেত্রে ভ্রমণের জন্য এমন সব জায়গা এড়িয়ে চলুন যেখানে তাপমাত্রা অত্যধিক। বরং বেছে নিন আরামদায় ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Summer, #Tourist places

আরো দেখুন