দেশ বিভাগে ফিরে যান

ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে কেন মুখে কুলুপ মোদীর, প্রশ্ন তৃণমূল-সহ বিরোধীদের

April 7, 2025 | < 1 min read

ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে কেন মুখে কুলুপ মোদীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ২ এপ্রিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণ শুল্ক জারি করেন। তা নিয়ে চুপ নরেন্দ্র মোদী। চীন, ফ্রান্স, তাইওয়ান, কানাডার মতো দেশ এই বিষয়ে পাল্টা আক্রমণাত্মক হয়ে সুর চড়িয়েছে। তারাও পাল্টা শুল্ক জারি করেছে। ভারত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েছে। রবিবার, কংগ্রেস এবং তৃণমূল এক সুরে এই বিষয়ে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন।

কংগ্রেসের মুখপাত্র পবন খেরার প্রশ্ন, মোদী সুযোগ পেলেই ৫৬ ইঞ্চি ছাতি চাপড়ান। তাহলে এক্ষেত্রে কেন তাঁর বিদেশি বন্ধুর বেলায় চুপ করে আছেন? চীন, মার্কিন সামগ্রীর ওপর বাড়তি ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছে। কানাডা আমেরিকার গাড়ি, পার্টসের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। তাইওয়ান তার নিজের দেশের শিল্প বাঁচাতে প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু ভারত চুপ! তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা দেন বলেন, “মোদী নিজের দেশে দম্ভ নিয়ে চলেন। নিজেকে বিশ্বগুরু, মহাগুরু মনে করেন। কিন্তু এক্ষেত্রে কেন চুপ? কেন আমেরিকার সামনে নত হয়ে যাচ্ছেন? যত দাদাগিরি দেশেই? আমেরিকার সামনে কেঁচো হয়ে যাচ্ছেন কেন মোদী?

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Donald Trump, #tmc, #Oppositions, #INDIA alliance, #tariff policy

আরো দেখুন