খেলা বিভাগে ফিরে যান

আজ ইডেনে কলকাতার সামনে লখনৌ, জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন নাইটরা?

April 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার বিকেলে, ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টস।লখনউয়ের মূল শক্তি ব্যাটিং। বাঁ হাতি নিকোলাস পুরান এলএসজি’র ব্যাটিংয়ের মূল চালিকাশক্তি। ৪ ম্যাচে ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে ২০১ রান। স্টাইকরেট দুশোর উপর। আয়ূশ বাদোনি ও ডেভিড মিলার মারকাটারি ব্যাটিংয়ের জন্য পরিচিত। জয়ের ধারা অব্যাহত রাখতে ইডেনে কেকেআরকে রীতিমতো কাঠখড় পোড়াতে হবে।

গত ম্যাচে জয়ে ফেরায় নাইটরা ফুরফুরে মেজাজে। সম্ভবত উইনিং কম্বিনেশন নিয়েই নামবেন রাহানে। দুপুরে খেলা। কাঠফাটা রোদে পিচ হবে মন্থর। বল টার্ন করার সম্ভাবনা প্রবল। দুই পেসার বৈভব অরোরা ও হর্ষিত রানা শুরু করবেন। অন্যদিকে, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন তো আছেন। লখনৌয়ের ব্যাটিংয়ে ধস নামানোই কেকেআরের লক্ষ্য। ব্যাক-আপ হিসেবে মঈন আলিকে তৈরি রাখা হচ্ছে। লখনৌয়ের বোলিংয়ে তেমন ঝাঁঝ নেই! স্পিনার রবি বিষ্ণোই ফর্মে নেই। একমাত্র ভরসা দিগবেশ রাঠি।

নাইট অধিনায়ক রাহানে, রঘুংবশীরা রানের মধ্যে আছেন। গত ম্যাচে ২৩.৭৫ কোটির বেঙ্কটেশও ঝড় তুলেছিলেন। দলকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। লখনৌকে হারিয়ে পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে কেকেআরের সামনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lucknow super giants, #ipl 2025, #Kolkata Knight Riders, #Eden Gardens

আরো দেখুন