রাজ্য বিভাগে ফিরে যান

ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ নিয়োগে স্বাধীন নিয়মাবলী তৈরি করছে নবান্ন

April 9, 2025 | < 1 min read

ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ নিয়োগে স্বাধীন নিয়মাবলী তৈরি করছে নবান্ন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিজি অ্যান্ড আইজিপি) বাছাই ও নিয়োগের জন্য স্বাধীন নিয়মাবলী তৈরির উদ্যোগ নিল নবান্ন। মঙ্গলবার এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। নিয়মাবলী তৈরির জন্য একটি মনোনয়ন কমিটিও গঠন হবে। যার চেয়ারপার্সন হবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। সদস্য থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ইউপিএসসি’র মনোনীত একজন আধিকারিক, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর ডিজিপি হিসাবে কাজ করেছেন এমন একজন অবসরপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা।

দেশের সমস্ত রাজ্য পুলিশের প্রধান বা ডিজিপি’র এমপ্যানেলমেন্টের দায়িত্ব ইউপিএসসি’র। ফলে কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় রাজ্যগুলিকে। রাজ্যের এই পদক্ষেপ কার্যত নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে বাংলায় রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজি হিসাবে কাজ করছেন। তাঁর চাকরির মেয়াদ রয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত।

রাজ্য পুলিশের অধীনে পদকজয়ী খেলোয়াড়দের সাব ইন্সপেক্টর (সশস্ত্র শাখা), অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (সশস্ত্র শাখা) এবং ইন্সপেক্টর অবপুলিস (সশস্ত্র শাখা) পদে সরাসরি নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী প্রণয়নের প্রস্তাব আনারও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#director general, #inspector general, #West Bengal, #Nabanna, #Recruitment

আরো দেখুন