এবার ঘরে বসেই সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহকেরা, সিদ্ধান্ত রাজ্যের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমবায় থেকে ঋণ নেওয়ার পদ্ধতি আরও সরল করার পথে হাঁটল রাজ্য। এবার ঘরে বসেই সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপকুমার মজুমদার শিলিগুড়ি থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। লেনদেনে স্বচ্ছতা রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার শিলিগুড়ির স্টেট গেস্টহাউসে রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানান সমবায় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপকুমার মজুমদার। দিন অথবা রাত, ডোর স্টেপ পরিষেবাও দেবে সমবায় ব্যাংকগুলি। পিওএসের মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ঋণের টাকা। লেনদেনে স্বচ্ছতা রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী। জানা গিয়েছে, গত ডিসেম্বর থেকে গ্রাহকের কেওয়াইসি নেওয়া শুরু হয়েছে। সবমিলিয়ে সমবায়ের ৭০ শতাংশ গ্রাহকের কেওয়াইসি এখনও পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। মন্ত্রীর বক্তব্য, ‘সমবায়গুলি খুবই ভালোভাবে কাজ করছে। আজ আমাদের রিভিউ মিটিং ছিল। সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
এতদিন সমবায়গুলিতে কাগজে-কলমে টাকা জমানো, ঋণ নেওয়ার প্রক্রিয়া চলত। কিন্তু রাজ্য সরকার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে ডিজিটালাইজেশনে জোর দিচ্ছে। যে কারণে সমবায়ের গ্রাহকদের কাছ থেকে কেওয়াইসি নেওয়ার কাজ শুরু হয়েছে। চলতি বছর জানুয়ারি মাসে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়ে ডিজিটালাইজেশনের বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরেই কাজে গতি আনা হয়। সমবায়ের সমস্ত গ্রাহকের থেকে কেওয়াইসি নেওয়ার কাজ শেষ হলে তাঁদের এটিএমের কার্ডের মতো একটি কার্ড দেওয়া হবে বলে জানা গিয়েছে। ওই কার্ড ব্যবহার করে যে কোনও সময় অনলাইনে ঋণের টাকা তুলতে পারবেন গ্রাহকরা। দপ্তরের কর্মীদের কাছে পিওএস থাকবে। সেই পিওএস মেশিনের মাধ্যমে ঋণ দেওয়ার কাজ হবে। প্রয়োজনে বাড়িতে গিয়েও ঋণ দেওয়া যাবে।