দেশ বিভাগে ফিরে যান

ঋণ পাচ্ছেন না পড়ুয়ারা, ডাহা ফেল প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিম?

April 17, 2025 | < 1 min read

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধীদের অভিযোগ, মোদী সরকারের প্রায় প্রতিটি প্রতিশ্রুতিই শেষে জুমলায় পরিণত হয়। যেমন, প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী স্কিম শুরু করেছিলেন মোদী। প্রতিশ্রুতি ছিল, দেশের ৮৬০টি সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ২২ লক্ষ ছাত্রছাত্রী সহজে ঋণ পাবেন এই প্রকল্পের দৌলতে। কোনও গ্যারান্টার লাগবে না। পাঁচ মাস পেরিয়ে গেলেও সহজে শিক্ষাঋণ পেয়েছেন ছ’শোরও কম ছাত্রছাত্রী। ব্যাঙ্কগুলি জানিয়েছে, সরকারের পোর্টালেই ত্রুটির ছড়াছড়ি। তার জেরে শিক্ষাঋণের আবেদনই করতে পারছেন না পড়ুয়ারা।

গত বছর জুলাইয়ে বাজেটে প্রকল্পটি ঘোষণা করা হয়। অর্থবরাদ্দও হয়। সেই প্রকল্প চালু হয় নভেম্বরে। পিএম-বিদ্যালক্ষ্মী প্রকল্পের নিয়ম অনুযায়ী, সাড়ে সাত লক্ষ টাকার শিক্ষাঋণের ৭৫ শতাংশের গ্যারান্টার হবে সরকার। যাদের পারিবারিক আয় বছরে ৮ লক্ষ টাকার কম, তাদের ১০ লক্ষ টাকা শিক্ষাঋণের ক্ষেত্রে ৩ শতাংশ সুদ সরকার বহন করবে। আদপে দেশে কোটি কোটি দরিদ্র পড়ুয়া অর্থাভাবে উচ্চশিক্ষা চালাতে পারছে না। কেন্দ্রের শিক্ষাঋণ প্রকল্পে পয়লা এপ্রিল পর্যন্ত আবেদন করেছে মাত্র ২,৯৬৩ জন পড়ুয়া। মাত্র ২০ শতাংশের জন্য ঋণ মঞ্জুর হয়েছে। ৭৬ শতাংশ আবেদনই খারিজ হয়েছে!

বিপুল হারে আবেদন প্রত্যাখ্যানের কারণ কী? কারণ হিসাবে উঠে আসছে, আবেদনের জটিলতা, আবেদনের প্রযুক্তিগত সমস্যা। সরকারি ব্যাঙ্কের বক্তব্য, সরকারের পোর্টালে আবেদন করতে হয় এবং তারপর তা ব্যাঙ্কের কাছে আসে। পোর্টালের যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি সমস্যা সৃষ্টি করছে। বহু পড়ুয়া চেষ্টা করলেও কোনও আবেদন জমা হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Pm vidyalakshmi scheme, #Student loan, #Student loan scheme

আরো দেখুন