গোধূলি লগ্নে দিলীপ-রিঙ্কুর বিয়ে, কী উপহার পাঠালেন বাংলার ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার অর্থাৎ বৈশাখের চার তারিখ গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ। এদিন দুপুরে বিজেপি নেতা দিলীপের নিউটাউনের বাড়িতে শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছাপত্রের পাশাপাশি ফুল, মিষ্টিও পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে যান। ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি।
অন্যদিকে, সমাজ মাধ্যমেও দিলীপকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। বিগত লোকসভা ভোটে দিলীপের প্রতিপক্ষ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দিলীপের বিয়ের খুশি মিষ্টি বিলি করেন। এদিন সকালে দিলীপের বাড়িতে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং পদ্ম পার্টির একাধিক নেতা, সাংসদ ও বিধায়ক। বিজেপি নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিংহ, নিউটাউনে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে আসেন। নব দম্পতির জন্য তাঁরা মিষ্টি, ফুল, ধুতি, শাড়ি ইত্যাদি উপহার নিয়ে আসেন।