বিয়ের পরের দিনই জন্মদিন, Birthday Boy দিলীপকে কী উপহার দিলেন দিলীপ-জায়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিলীপ ঘোষের বিয়ে ঘিরে সরগরম নেট দুনিয়া। বিয়ের পর দিন অর্থাৎ শাস্ত্রমতে কালরাত্রির দিনই ছিল দিলীপের জন্মদিন। এবারের জন্মদিন অন্যান্য বারের চেয়ে আলাদা। যদিও তাঁর রুটিনে বদল আসেনি। বিয়ের পরদিন শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। তারপর কেক কাটেন বিজেপি নেতা। তবে এবারের জন্মদিনে জীবনসঙ্গিনীর থেকে বিশেষ উপহার পেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
শনিবার সকালে ইকো পার্কে কেক কাটেন বঙ্গ বিজেপির সফলতম সভাপতি। একের পর এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন। এদিনই তিনি খড়গপুর রওনা দেন। জন্মদিনে তাঁকে সোনার হার উপহার দেন রিঙ্কু মজুমদার। জন্মদিন উপলক্ষ্যে পায়েস রাঁধা হয় ঘোষ বাড়ির হেঁশেলে।
শনিবার খড়গপুরে গিয়েছেন দিলীপ ঘোষ। ঘর গোছানো নিয়ে ব্যস্ত তাঁর স্ত্রী। সংবাদ মাধ্যমকে রিঙ্কু জানিয়েছেন, সংসারে প্রথম দিনে কোনও কাজ করতে হয়নি তাঁকে। শাশুড়ির সঙ্গে গল্প করেই সময় কাটাচ্ছেন দিলীপ ঘরণী।